চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সন্দ্বীপে অস্ত্রসহ আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, সন্দ্বীপ

৩১ ডিসেম্বর, ২০২৩ | ১:২৭ অপরাহ্ণ

সন্দ্বীপে অস্ত্র ও গুলিসহ ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামির নাম ইঞ্জিনিয়ার রবিউল আলম সমির। তিনি মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক ইউপি সদস্য।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় সন্দ্বীপ থানা পুলিশ মগধরা ইউনিয়নের নোয়ার হাটে সমিরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি শুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে। সমির পুলিশের উপর হামলার ঘটনার মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

সন্দ্বীপ থানার ডিউটি অফিসার জয়নুল জানান, রবিউল আলম সমিরের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট