চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

পতেঙ্গায় লাখ টাকার চোরাই ডিজেল-মবিল নিয়ে দু’জন ধরা

নিজস্ব প্রতিবেদক

৬ ডিসেম্বর, ২০২৩ | ১২:২২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার সি-বিচ এলাকা থেকে চোরাই ডিজেল-মবিলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। উদ্ধার ডিজেলর ও মবিলের মূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।

 

গ্রেপ্তারকৃতরা হলো- পতেঙ্গা থানার দক্ষিণপাড়ার মো. ইসমাইলের ছেলে মো. সোলাইমান (২৯) ও মৃত সোবহানের ছেলে মো. নেজাম (২৪)।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি বলেন, পতেঙ্গা সি-বিচ এলাকায় একটি বাড়িতে চোরাই ডিজেল এবং মবিল ক্রয়-বিক্রয়ের জন্য মজুদ করেছে- এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালানো হয়। অভিযানে ২ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১ হাজার ৩৬০ লিটার ডিজেল ও ২৮০ লিটার মবিল জব্দ করা হয়।

 

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জাহাজ, জ্বালানি বহনকারী লরি ইত্যাদি থেকে অকটেন, ডিজেল এবং মবিল সংগ্রহ করে পরে কম দামে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে। উদ্ধার চোরাই ডিজেল এবং মবিল এর আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা। গ্রেপ্তার আসামিদের নগরীর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট