চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

চমেক হাসপাতাল থেকে আবারও নারী দালাল ধরা

নিজস্ব প্রতিবেদক

২ ডিসেম্বর, ২০২৩ | ৪:০৮ অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে রুমা আক্তার (৩৫) নামে এক দালালকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার রুমা আক্তার রাঙ্গুনিয়া থানার নতুনগ্রাম এলাকার মৃত জসিম উদ্দিনের মেয়ে। বর্তমানে তিনি নগরীর চান্দগাঁও থানা এলাকার রাস্তার মাথা এলাকায় বসবাস করেন।

 

শনিবার (২ ডিসেম্বর) দুপুর দেড়টায় হাসপাতালের নিচতলার ন্যায্যমূল্যের ওষুধের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

 

তিনি পূর্বকোণকে বলেন, ‘হাসপাতালের নিচতলার ন্যায্যমূল্যের ওষুধের দোকানের সামনে থেকে দালাল রুমা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট