
টানা এক মাস করদাতাদের সেবা দেওয়ার মাধ্যমে শেষ হলো আয়কর তথ্য ও সেবা মাস। এ বছর বিশেষ সেবা মাসে চট্টগ্রামের ৪টি কর অঞ্চলে ১৭৪ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার ৬৫২ টাকা রাজস্ব আদায় হয়েছে। এছাড়া আয়কর রিটার্ন জমা পড়েছে ১ লাখ ৯৮ হাজার ৩৮২টি। বুথ থেকে কর সেবা নিয়েছেন প্রায় ৪ লাখ মানুষ।
সংশ্লিষ্টরা জানান- ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামের ৪ কর অঞ্চলের বিশেষ সেবা বুথ থেকে আয়কর সেবা নিয়েছেন ৩ লাখ ৯৫ হাজার ৫৬৬ জন সেবাপ্রার্থী। এরমধ্যে কর অঞ্চল-৪ এর সেবা বুথ থেকে সবচেয়ে বেশি- ১ লাখ ১০ হাজার ৩৩১ জন করদাতা সেবা নিয়েছেন। এই কর অঞ্চলে রিটার্ন জমা পড়েছে ৫৪ হাজার ১২১টি। রিটার্নের সঙ্গে আয়কর আদায় হয়েছে ২৩ কোটি ১২ লাখ ৫৭ হাজার ৪৮৬ টাকা।
কর অঞ্চল-৪ এর পর সবচেয়ে বেশি- ১ লাখ ৭ হাজার ৬৮৫ জন করদাতা সেবা নিয়েছেন কর অঞ্চল-১ এর সেবা বুথ থেকে। এই কর অঞ্চলে রিটার্ন জমা পড়েছে ৫৭ হাজার ২০৮টি। রিটার্নের সঙ্গে আয়কর আদায় হয়েছে ৫০ কোটি ৫৯ লাখ ২৪ হাজার ৯৮৫ টাকা। কর অঞ্চল-৩ এর সেবা বুথ থেকে কর সেবা নিয়েছেন ৯৯ হাজার ৮১৬ জন করদাতা। এই কর অঞ্চলে রিটার্ন জমা পড়েছে ৪৯ হাজার ২২১টি। রিটার্নের সঙ্গে আয়কর আদায় হয়েছে ৫৯ কোটি ২৩ লাখ ৫২ হাজার ৫৬৮ টাকা।
৭৭ হাজার ৭৩৪ জন করদাতা সেবা নিয়েছেন কর অঞ্চল-২ এর সেবা বুথ থেকে। এই কর অঞ্চলে রিটার্ন জমা পড়েছে ৩৭ হাজার ৮৩২টি। রিটার্নের সঙ্গে আয়কর আদায় হয়েছে ৪১ কোটি ৩৮ লাখ ৮ হাজার ৬১৩ টাকা।
পূর্বকোণ/এসি