চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রাম-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক মেয়র মনজুর আলম

অনলাইন ডেস্ক

২৭ নভেম্বর, ২০২৩ | ৮:৩৩ অপরাহ্ণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসন থেকে স্বতন্ত্র পদে প্রার্থী হচ্ছেন সাবেক চসিক মেয়র এম মনজুর আলম। সোমবার (২৭ নভেম্বর) পূর্বকোণকে বিষয়টি নিশ্চিত করেছেন মনজুর আলম। গতকাল রবিবার এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু।

 

মনজুর আলম জানান, আমি ১৭ বছর ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম, ৩ বছর ভারপ্রাপ্ত মেয়র  এবং ২০১০-১৫ সাল পর্যন্ত  চসিকের নির্বাচিত মেয়র হিসেবে কাজ করেছি। এছাড়া মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠা করে  স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতালসহ বেশকিছু জনহিতকর প্রতিষ্ঠান করেছি। এবার চট্টগ্রাম-১০ আসন থেকে জনগণের ভোটে নির্বাচিত হয়ে কাজ করতে চাই। আশা করছি সকলের সমর্থন পাবো।

 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট