চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আসা রোগীদের হয়রানিতে জড়িত মো. আশরাফ শামীম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৬ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে চমেক হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আশরাফ শামীম নগরীর হালিশহর থানার মুন্সিপাড়া নুর খান চৌধুরী বাড়ির মৃত ইউনুসের ছেলে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরুল আশেক বলেন, আশরাফ শামীম বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিতে আসা রোগীদের হাসপাতাল থেকে ভাগিয়ে নিয়ে বাইরে থেকে কমদামে ওষুধ কিনে দেয়া ও পরীক্ষা-নিরীক্ষা করানোর কথা বলে অতিরিক্ত টাকা হাতিয়ে নেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ