চট্টগ্রাম শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

দুর্যোগ ঝুঁকি হ্রাসে সবসময় কাজ করছে রেড ক্রিসেন্ট: আবদুস সালাম

বিজ্ঞপ্তি

২৬ নভেম্বর, ২০২৩ | ১:০৯ অপরাহ্ণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম বলেছেন, দুর্যোগ ঝুঁকি হ্রাসে সবসময় কাজ করে যাচ্ছে রেড ক্রিসেন্ট। রেড ক্রিসেন্ট আন্দোলনের সাতটি মূলনীতি ধারণ করে মানবতার সেবায় আমাদের সদস্যদের এগিয়ে যেতে হবে।

রবিবার (২৬ নভেম্বর) দক্ষ স্বেচ্ছাসেবক গড়ার প্রত্যয়ে সিটি কর্পোরেশন ও রেড ক্রিসেন্ট ফিজিওথেরাফি সেন্টারে ৫ দিনব্যাপী দুর্যোগ ঝুঁকি হ্রাসবিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পপতি আবদুস সালাম এসব কথা বলেন।

চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান আলমগীর পারভেজের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সেক্রেটারি আব্দুল জব্বার, কার্যকরী পর্ষদ সদস্য মনজুর মোর্শেদ ফিরোজ, এইচএম সালাউদ্দিন, মো. মহসিন চৌধুরী, কাজী তৌফিকুল আজম, মোশরাফুল হক চৌধুরী, মো. ইমতিয়াজ, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ ন ম তামজীদসহ যুব সদস্যবৃন্দ।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট