
টাকা পাবে বলে গায়ে পড়ে ঝগড়া বাধিয়ে প্রবাসীকে সিএনজিতে তুলে নিয়ে মারধর এবং মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়া চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ( ২৪ নভেম্বর) রাত সাড়ে নয়টার সময় পাহাড়তলী থানার কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মো. মহিউদ্দিন (৪৩) চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকার মৃত মো. মোস্তফার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানার উপ পরিদর্শক সতেজ বড়ুয়া জানান, গত ২২ নভেম্বর দুপুর সাড়ে বারোটার সময় প্রবাসী সুমন দে হালিশহর থানাধীন ছোটপোল এলাকায় কেনাকাটা করতে সিঙ্গাপুর মার্কেটে যাচ্ছিলেন। এসময় এক ব্যক্তি পার্শ্ববর্তী বিজ্র থেকে তাকে উদ্দেশ্য করে পাওনা টাকা কেন দিচ্ছে না, এই বলে ঝগড়া বাধায়। পরে আরও দুইজন এগিয়ে এসে তাকে একটি সিএনজিতে তুলে কাট্টলীর সাগর পাড়ের শ্মশান এলাকায় নিয়ে ভয়ভিতি দেখিয়ে দেড় লাখ টাকা দামের মোবাইল, নগদ সাত হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে ভিকটিম থানায় লিখিত অভিযোগ করলে তথ্য প্রযুক্তির সহযোগিতায় মো. মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে তথ্য নিয়ে এই ঘটনায় জড়িত বাকি তিন সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ