চট্টগ্রামে ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতা মামলার আসামি রাউজান পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক মো. শাহজাহান শাকিলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলো- রাউজান থানার বেরুলিয়া থানার আব্দুল মান্নানের ছেলে শাহজাহান শাকিল (৪২), ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার সোনাতলা এলাকার আব্দুল হকের ছেলে মো. তারেক (২৪) ও রাঙ্গুনিয়ার পূর্ব পাহাড় এলাকার নুরুল আলমের ছেলে মো. নুরুল আবছার (৩৮)।
মঙ্গলবার (২১ নভেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি বলেন, গত ৩১ অক্টোবর রাউজানে একটি নাশকতার মামলা দায়ের হয়। ওই মামলার পলাতক আসামি শাহজাহান শাকিলকে গতকাল মঙ্গলবার বিকেলে বায়েজিদের চালিতাতলী এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে রাউজান পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক এবং গত ৩১ অক্টোবর রাউজানে অবরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে রাস্তায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, ভাংচুর, অগ্নিসংযোগসহ নাশকতা করেছে বলে জানায়।
তিনি আরও জানান, গত ১৮ নভেম্বর চান্দগাঁও থানা এলাকায় একটি গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায় দুই যুবক। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলার দুই আসামিকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নুরুল আবছার জানায় সে রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক। গত ১৮ নভেম্বর চান্দগাঁও এলাকায় রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার কথাও স্বীকার করে সে।
গ্রেপ্তার শাহজাহান শাকিলের বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র ও ডাকাতির দুটি এবং তারেকের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মাদক ও নাশকতার দুটি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ