চট্টগ্রাম শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

কৌশলে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল করে হাতিয়ে নিত লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২৩ | ১১:৪৬ অপরাহ্ণ

নারীকে দিয়ে ব্ল্যাকমেইল করে ফাঁকা বাসায় ডেকে নিয়ে ব্যক্তির ভিডিও ধারণ। তারপর লাখ টাকা মুক্তিপণ আদায়। এই প্রতারক চক্রের নারীসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

 

শুক্রবার (১৭ নভেম্বর) বিকাল ৩টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার (১৮ নভেম্বর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

গ্রেপ্তারদের মধ্যে আবু জাফর প্রকাশ জুয়েলকে (৩৮) ডবলমুরিং থানাধীন মোল্লাপাড়া, নাছির উদ্দিন প্রকাশ ডিবি নাছিরকে (২৮) নাসিরাবাদস্থ সানমারের সামনে থেকে এবং শারমিন আক্তারকে (২৪) পাহাড়তলীর কাজির দিঘী থেকে গ্রেপ্তার করা হয়।

 

উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর ও পশ্চিম) মোহাম্মদ আলী হোসেন বলেন, নারী দিয়ে ব্ল্যাকমেইল করে টাকা আদায় চক্রের তিনজনকে আটক করা হয়েছে। এই সিন্ডিকেটের সদস্যরা বিভিন্ন এলাকায় ঘুরে ব্যবসায়ীদের দোকানে লেখা নম্বর, বিভিন্ন ব্যবসায়ীদের নম্বর সংগ্রহ করে সিন্ডিকেটের নারী সদস্য শারমিনকে দেয়। শারমিন সেই নম্বরে কল দিয়ে ভাব জমায়। জামাই অনেকদিন বিদেশে থাকে বলে এক পর্যায়ে বাসায় ডেকে নেয় টার্গেট ব্যবসায়ীকে। এরপর বাসায় অসামাজিক কাজের আগে বা পরে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৩/৪ জন সিন্ডিকেট সদস্য ঘরে ঢুকে টার্গেটকে আটক করে মারধর করে এবং ভিডিও ধারণ করে তা ফেইসবুকে পোস্ট দেবে, ভাইরাল করবে বলে লাখ টাকা বিভিন্ন বিকাশ ও নগদে নিয়ে ভুক্তভোগীকে ছেড়ে দেয়। ভুক্তভোগী পুলিশের নিকট গেলে ভিডিও ফেসবুকে ছেড়ে দেবে বলে হুমকি দেয়।

 

তিনি বলেন, ঘটনার শিকার একজন ভুক্তভোগী অফিসে অভিযোগ জানালে মাঠে নামে ডিবি। ডিবি বন্দর পশ্চিমের স্পেশাল টিম প্রযুক্তির সহায়তায় বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট