চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে নালায় মিলল বৃদ্ধের মরদেহ

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২৩ | ২:০৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর দামপাড়ায় নালা থেকে কামরুল আনোয়ার ববি (৬২) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার মৃত শামসুল আনোয়ারের ছেলে।

 

শনিবার (১৮ নভেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার। তিনি বলেন, আত্মীয়-স্বজনরা জানান- ওই বৃদ্ধ আট-নয় বছর আগে থেকে দামপাড়ার বাড়িতে একা থাকতেন। তিনি বাড়ি ঘর দেখাশোনা করতেন। বৃষ্টি হলে বা ডিসের ক্যাবলের সংযোগ বিচ্ছিন্ন হলে সেগুলো দেখতে ছাদে উঠতেন। ধারণা করা হচ্ছে- তিনি হয়তো ছাদে উঠছিলেন। সেখান থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। সকালে খবর পেয়ে আমরা তার বাড়ির পাশের নালা থেকে মরদেহ উদ্ধার করি।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট