চট্টগ্রাম রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রামে কন্যাশিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেপ্তার ২

১৬ নভেম্বর, ২০২৩ | ৫:০৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন সল্টগোলা রেলক্রসিং এলাকায় কন্যাশিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলো- ফেনীর দাগনভূঁইয়া থানার রামচন্দ্রপুরের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. মোবারক (৩০) ও ভোলা জেলার সদর থানার উত্তর দিঘলদী এলাকার শাহজাহান সরদারের ছেলে মো. মিরাজ (৩০)।

 

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় সল্টগোলা ক্রসিং মসজিদ মার্কেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটির পরিবার ও আসামিরা পাশাপাশি বাসায় বসবাস করতেন। সেই সূত্রে শিশুটি প্রাইভেট পড়ে আসা যাওয়ার পথে আসামিরা কথা বলতো এবং খাবার কিনে দিতো। গত ২০ অক্টোবর মোবারক শিশুটির হাতে টাকা দিয়ে তাকে সল্টগোলা ক্রসিং মসজিদ মার্কেট আজম বিল্ডিংয়ের তৃতীয় তলায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এরপর ২৫ অক্টোবর দুপুরে বাসায় আসার পথে মিরাজ শিশুটির হাতে ১০ টাকার নোট দিয়ে একই জায়গায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি ঘটনাটি তার পরিবারকে জানানোর পর গতকাল বুধবার তারা আসামিদের ধরতে বিভিন্ন জায়গায় খোঁজ করতে শুরু করে। এক পর্যায়ে সল্টগোলা ক্রসিং মসজিদ মার্কেটের সামনে তাদের ধরে ফেলে। এসময় স্থানীয়রা বিষয়টি জানার পর তাদের পিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা। তিনি বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার আসামিদের আজ আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন