চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়ে পার্কিং করে রাখা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত পৌনে ১১টার দিকে নগরীর ওয়াসা মোড়ের আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা জানান, ফ্লাইওভারের নিচে পার্কিং করে রাখা দুটি বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।