চট্টগ্রাম সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল দু’জনের, আক্রান্ত ৪৫ জন

নিজস্ব প্রতিবেদক

১১ নভেম্বর, ২০২৩ | ১০:২১ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন বছরের শিশুসহ আরও দুইজনের মৃত্যু হয়েছে। দুই জনেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

শনিবার (১১ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯২ জনের মৃত্যু হয়েছে।

 

মৃত্যু হওয়া দুই জন হল-নগরীর পাহাড়তলী এলাকার বাসিন্দা শিশু মেহেদি হাসান ও ফরিদা আক্তার (৬২)। এদের মধ্যে মেহেদি হাসান ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ৬ নভেম্বর চমেক হাসপাতালে ভর্তি হয়। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মৃত্যুর কারণ হিসেবে জানানো হয়- মেহেদির কিডনি ও লিভার দুটোই অকেজো হয়ে যায়। আর মৃত্যু হওয়া ফরিদা আক্তার ডেঙ্গুর পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। এ কারণেই মারা যায় এ বৃদ্ধা।

 

এদিকে, গত একদিনে চট্টগ্রামে নতুন করে আরও ৪৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গেছে। শনিবার প্রকাশিত তথ্যে এমনটি জানানো হয়। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ৪ জনে এসে দাঁড়িয়েছে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট