চট্টগ্রাম শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

কমছে পেঁয়াজ আলু ডিমের দাম

একমাস আগে এলসি খোলায় ভারতীয় আলু আসছে এবং মুন্সিগঞ্জের আলু সরবরাহ বাড়ায় দাম কমছে

মরিয়ম জাহান মুন্নী

৮ নভেম্বর, ২০২৩ | ১:৪২ অপরাহ্ণ

আমদানির ভারতীয় পেঁয়াজ, আলু ও ডিম আসা শুরু হওয়ায় চাক্তাই খাতুনগঞ্জে কমেছে এ তিন পণ্যের দাম। পাশাপাশি মুন্সিগঞ্জের আলুর সরবরাহও বেড়েছে। এতে আলুর বাজার নিম্নমুখী। দু’দিন ধরে চাক্তাই খাতুনগঞ্জে বেড়েছে পেঁয়াজ-আলু সরবরাহ। এতে পাইকারি বাজারে কমেছে এ দুই পণ্যের দাম। তবে পাইকারিতে দু’পণ্যের দাম কমলেও খুচরায় প্রভাব পড়েনি।

 

চাক্তাইখাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন, গত সপ্তাহে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধের কারণে দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে পণ্য সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এরপ্রভাব পড়ছে বিভিন্ন ভোগ্যপণ্যের দামে। এছাড়া ভারতে বন্যার কারণে পেঁয়াজের সরবরাহ কমে যায়। এতে হঠাৎ করে বেড়ে যায় পেঁয়াজের দাম। যার ফলে আমদানি সংকট দেখা দেয় দেশের বাজারেও। এ দু’কারণে গত সপ্তাহে দেশের বৃহৎ এ বাজারে চাহিদার মাত্র ২০ শতাংশ পণ্য মোকামে ঢুকেছিল। 

 

চাক্তাই শিল্প ব্যবসায়ী সমিতির সহসাধারণ সম্পাদক ও বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম মহানগর বাকলিয়া শাখার সভাপতি মো. আহসান খালেদ বলেন, সপ্তাহখানেক আগে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ও আলু বাজারে আসা শুরু হয়েছে। পাইকারিতে উন্নতমানের নাসিক জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকায় এবং ভারতের সবচেয়ে ভালোমানের পেঁয়াজ নগর বিক্রি হচ্ছে ৮৩-৮৪ টাকায়। এছাড়া একমাস আগের খোলা এলসি ভারতীর আলু আসছে চাক্তাই-খাতুনগঞ্জে। পাশাপাশি মুন্সিগঞ্জের আলুর সরবরাহ বেড়েছে। এ কারণেও কমতে শুরু করেছে আলুর দাম।

 

চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, অবরোধের প্রথম সপ্তাহের দিকে চাক্তাই-খাতুনগঞ্জে পণ্যের গাড়ি কম এসেছিল। তখন প্রতিদিন ১০-১২ টার মত ট্রাক ঢুকে। কিন্তু এখন স্বাভাবিক আছে। প্রতিদিন গড়ে পেঁয়াজের ৩০ টার মত ট্রাক ঢুকছে বাজারে। এছাড়া আলুর সরবরাহ বেড়েছে। তাই দাম কমতে শুরু করেছে। ভারতের আমদানি করা আলু বিক্রি হয়েছে ৩০-৩২ টাকায় এবং দেশীয় মুন্সিগঞ্জের আলু ৩৪-৩৫ টাকায় বিক্রি হয়েছে। ডিমের বাজারে খুচরা ব্যবসায়ীরা বলছেন, ডিমের সরবরাহ বেড়েছে। তাই ডিম ও মুরগির দাম কমছে। বাজারে প্রতি ডজন ডিম ১৬০ টাকা থেকে কমে এখন ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহ বাড়লে দাম আরো কমতে পারে।

 

পূর্বকোণ/আরডি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট