চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

অক্সিজেন মোড়ে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

৫ নভেম্বর, ২০২৩ | ১১:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড় এলাকায় রেল বিটের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৫ নভেম্বর) রাত  পৌনে এগারটার সময় এই ঘটনা ঘটেছে।

 

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান জানান, আমি ঘটনাস্থলে উপস্থিত আছি। বাসের আগুন নেভানো হয়েছে। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তদন্ত করার পর জানানো হবে।

 

উল্লেখ্য, রবিবার ও সোমবার বিএনপির ডাকা দেশব্যাপী দু’দিনের অবরোধ কর্মসূচি চলমান রয়েছে। এই অবস্থায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার ও রিমান্ডের প্রতিবাদেও রবিবার পুনরায় চট্টগ্রামে পৃথকভাবে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট