সারাদেশে ৪৮ ঘণ্টা অবরোধের মধ্যে চট্টগ্রামে বিএনপির ডাকে সকাল-সন্ধ্যা হরতালও চলছে। হরতাল-অবরোধের শুরুতে সকালে পোশাক শ্রমিকদের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (৫ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে পতেঙ্গা এলাকায় ধুমপাড়া সিটি কর্পোরেশন মহিলা কলেজের বিপরীত পাশে দাঁড়ানো ওই বাসে আগুন দেয় তারা। পরে স্থানীয়রা বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) মাসুদ রানা।
তিনি পূর্বকোণকে বলেন, ‘ভোরে ধুমপাড়া সিটি কর্পোরেশন মহিলা কলেজের বিপরীত পাশে গার্মেন্টস কর্মীদের জন্য বাসটি অপেক্ষায় ছিল। ওই সময় দুর্বৃত্তরা দ্রুত এসে ওই বাসে আগুন ধরিয়ে দ্রুত চলে যায়। এ ঘটনায় আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ শনাক্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করার কাজ করছি। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার ও রিমান্ডে নেয়ার প্রতিবাদে অবরোধের পাশাপাশি রবিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় দলটি।
পূর্বকোণ/পিআর/এএইচ