চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

আখতারুজ্জামান চৌধুরী বাবুর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব সংবাদদাতা

৪ নভেম্বর, ২০২৩ | ১২:৫০ অপরাহ্ণ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর প্রয়াত সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আখতারুজ্জমান চৌধুরী বাবুর ১১তম মৃত্যুবাষিকী আজ। ২০১২ সালের এইদিনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন এ নেতা। দিবসটি পালন উপলক্ষে পুরো আনোয়ারা তথা হাইলধর গ্রামে আবারো শোকের আবহ দেখা গেছে।

 

জানা গেছে, দিবসটি পালন উপলক্ষে মরহুমের পরিবার ছাড়াও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ, দক্ষিণ জেলা আওয়ামী লীগ, আনোয়ারা উপজেলা পরিষদ, আনোয়ারা উপজেলা আওয়ামী যুবলীগ, আখতারুজ্জামান ফাউন্ডেশনসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

 

গতকাল শুক্রবার দুপুরে উপজেলার হাইলধর গ্রামে গিয়ে দেখা যায়, প্রয়াত নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুরো এলাকা পোস্টার ও শোক ব্যানারে ভরে গেছে। মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। এসময়া কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন।

 

জানা গেছে, আনোয়ারায় জন্ম নেওয়া মহান এ নেতা ১৯৭০, ১৯৮৬, ১৯৯১ ও ২০০৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

 

আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী জানান, উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ সকালে খতমে কোরআন, মিলাদ-মাহফিল, কবরে পুষ্পস্তবক অর্পণের আয়োজন করা হয়েছে।

 

পূর্বকোণ/আরডি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট