চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

১৩ বছরের কিশোরকে নির্যাতনের দায়ে আসামির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

৩ নভেম্বর, ২০২৩ | ৭:০৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর দক্ষিণ পতেঙ্গার ১৪ নম্বর গুচ্ছগ্রাম এলাকায় ১৩ বছরের এক কিশোরকে পাশবিক নির্যাতনের দায়ে  আব্দুর রহিম (৫৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছেন। রবিববার (২ নভেম্বর) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এই রায় দেন। বিষয়টি  নিশ্চিত করেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. কফিল উদ্দীন।

 

মো. আব্দুর রহিম, নোয়াখালী থানার বেগমগঞ্জ থানার আলাইয়ারপুর আব্দুল গনি মুন্সি বাড়ির মৃত মকবুল আহাম্মদের ছেলে।  

 

মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালের ৬ অক্টোবর নগরের পতেঙ্গা থানার দক্ষিণ পতেঙ্গা ১৪ নম্বর গুচ্ছগ্রাম এলাকায় ১৩ বছরের এক কিশোর হোটেলের কাজ শেষে  রাত যোপনের সময় মো .আব্দুর রহিম  পাশবিক নির্যাতন করে। এ সময় কিশোরের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসে। পরে দোকানের মালিক, বাবা-মায়ের পরামর্শে কিশোর থানায় মামলা করে। তদন্ত শেষে ট্রাইব্যুনালে অভিযোগপত্র জমা দিলে ২০২১ সালের ১৪ অক্টোবর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট