চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

কোতোয়ালীতে পেট্রোলবোমা ও ককটেলসহ যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

১ নভেম্বর, ২০২৩ | ৬:৪৯ অপরাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন কদমতলী এলাকায়  বিএনপির ডাকা তিন দিনের অবরোধে পিকেটিং করার সময় পেট্রোলবোমা ও ককটেলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ নভেম্বর) দুপুর দেড়টার সময় কদমতলীর আট মার্চিং মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।

 

গ্রেপ্তার তৌহিদুল ইসলাম (২৮) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা। 

 

ওসি জাহিদুল কবির জানান, গ্রেপ্তার তৌহিদুল চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য। বাড়ি বাঁশখালী হলেও সে নগরের বাসিন্দা। তৌহিদুলসহ কয়েকজন মিলে আজ আট মার্চিং মোড়ে ২টি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং একটি গাড়ির কাঁচ ভাঙচুর করে। তাৎক্ষণিক নিয়োজিত টহল পুলিশ ঘটনাস্থল থেকে তৌহিদুলকে আটক করলেও বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলের আশেপাশে তল্লাশি করে ১টি অবিস্ফোরিত ককটেল ও ২টি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধারপূর্বক জব্দ করেন। উক্ত ঘটনায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট