চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

কুইজ ধামাকা গ্রুপ-৩ ’র ড্র সম্পন্ন

প্রথম পুরস্কার স্মার্ট টিভি জিতেছেন তপন নাহা

ক্রীড়া প্রতিবেদক

১ নভেম্বর, ২০২৩ | ১:২৭ অপরাহ্ণ

২২ অক্টোবর দৈনিক পূর্বকোণ-এলিট পেইন্ট ক্রিকেট বিশ্বকাপ কুইজের গ্রুপ পর্বের ১ ও ২-এর ড্র অনুষ্ঠিত হয়েছিল। পূর্বকোণ সেন্টারে তারই ধারাবাহিকতায় গতকাল অনুষ্ঠিত হয়েছে গ্রুপ ৩-এর ড্র। তাতে প্রথম পুরস্কার ৩২ ইঞ্চি স্মার্ট টিভি জিতেছেন রুমঘাটা চট্টগ্রাম-এর তপন নাহা। আগের দুটি পর্বের মতো গ্রুপ ৩’এও হাজার হাজার কূপন জমা পড়ে। এরমধ্য থেকে সঠিক উত্তরদাতাদের কূপনটি বাছাই করা হয়।

 

এরপর অনুষ্ঠিত লটারিতে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস সহ-সভাপতি, কাস্টমসের সাবেক কর্মকর্তা ও সাবেক ক্রীড়াবিদ মো. হাফিজুর রহমান। প্রথম পুরস্কারের বিজয়ী হিসাবে তিনি তপন নাহার কূপনটি তোলেন।

 

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি কুইজ লটারিতে আমন্ত্রণ জানানোয় পূর্বকোণ পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সাথে বিজয়ীদের অভিনন্দন জানান।

 

ড্র অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বকোণ-এর জেনারেল ম্যানেজার আবদুল্লাহ আল মোজাম্মেল জিলানী, বিজ্ঞাপন নির্বাহী তসলিম নেওয়াজ, ক্রীড়া প্রতিবেদক হুমায়ুন কবির কিরণ, বিভাষ দত্ত, ফটোগ্রাফার মিয়া আলতাফ, প্রতিবেদক ইমাম হোসেন রাজু, পূর্বকোণ গ্রুপ-এর সিভিল ইঞ্জিনিয়ার সুজন দেবনাথ।

 

লটারিতে দ্বিতীয় পুরস্কার একটি মোবাইল ফোন জিতেন বংশাল রোডের জুহি। তৃতীয় পুরস্কার চারটি টিডব্লিউএস জিতেন যথাক্রমে কালুরঘাটের ওসমান ফারকী, নাজিরপাড়ার মো. গিয়াসউদ্দিন, মোমিন রোডের স্বপন মিত্র ও রাঙ্গুনিয়ার আবু জাহেদ। দ্রুতই গ্রুপ ১, ২ ও ৩ এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। পুরস্কার প্রদানের তারিখ পূর্বকোণ-এ প্রকাশিত হবে। বিজয়ীদের সাথে যোগাযোগ করা হবে কূপনে দেয়া মোবাইল নাম্বারে।

 

পূর্বকোণ/আরডি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট