চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুন্নবী চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ৮টার দিকে উপজেলা সদর থেকে তাকে আটকের পর বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী শ্রীপুর বুড়া মসজিদের মোতোয়াল্লী ও উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সহ-সভাপতি।
নুরুন্নবীর ভাই ইউপি সদস্য মো. হাসান চৌধুরী বলেন, নুরুন্নবী চৌধুরী অসুস্থ। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিতে উপজেলা সদরের গিয়েছিলেন। এসময় তাকে আটক করে নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দীন বলেন, গতকাল রাতে বিএনপি নেতা নুরুন্নবী চৌধুরীকে আটক করা হয়েছে। তাকে গত সেপ্টেম্বর মাসে দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ