চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

নিষেধাজ্ঞা না মেনে ইলিশ আহরণ, চার জেলে গুনল জরিমানা

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০২৩ | ১:৩২ অপরাহ্ণ

বঙ্গোপসাগরের উপকূলে ইলিশ মাছ ধরায় চার জেলেকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার মিটার জাল ও ৮০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে জেলা প্রশাসন। এছাড়া দুটি ফিশিং বোটও জব্দ করা হয়েছে।

 

সোমবার (৩০ অক্টোবর) জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দীন।

 

তিনি জানান, ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে গত ১২ অক্টোবর থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ নিষেধাজ্ঞা থাকবে ২ নভেম্বর পর্যন্ত। কিন্তু নিষেধাজ্ঞার মধ্যেও তারা মাছ ধরছিল। তাই চার জেলেকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার মিটার জাল ও ৮০ কেজি ইলিশ মাছ জব্দ করেছেন জেলা প্রশাসন। এছাড়া দুটি ফিশিং বোটও জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

 

অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের মৎস্য জরিপ কর্মকর্তা মাহবুবুর রহমান, বাংলাদেশ নেভি কনটিজেন কমান্ডার মো. মামুন, কোস্টগার্ডের কনটিজেন কমান্ডার তৌহিদুর রহমান।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট