চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

অক্সিজেন-হাটহাজারী সড়কে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০২৩ | ১২:২৭ অপরাহ্ণ

চট্টগ্রামের অক্সিজেন-হাটহাজারী সড়কের টেনারি বটতলা এলাকায় গভীর রাতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

 

সোমবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

 

বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান জানান, রাতে খবর পেয়ে বায়েজিদ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করছি- আগুনে ৩ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

 

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান পূর্বকোণকে বলেন, রাস্তার পাশে পার্কিং করা চট্টমেট্রো-জ-১১-০৫৩৭ নম্বরের একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়িটি থানায় নিয়ে আসা হয়েছে। এতে কারো প্রাণহানি হয়নি।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট