বিষয়টি নিশ্চিত করে সিএমপি’র ট্রাফিক উত্তর বিভাগের পরিদর্শক (প্রশাসন) মো. কামাল হোসেন জানান, ‘রাত ১০টার দিকে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি কে স্কয়ারে সামাজিক অনুষ্ঠানে রির্জাভ যাত্রী এনেছিল। বাসটি রাস্তার পাশে পার্কিং করে তারা ক্লাবে প্রবেশ করলে খালি বাসে কে বা কারা আগুন দেয় শনাক্ত করা যায়নি। আমরা ঘটনাস্থলে আছি , বিষয়টি নিয়ে তদন্ত করে দেখছি। তবে বাসটি খালি থাকায় কোন যাত্রীর ক্ষতি হয়নি।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খান খলিলুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশন থেকে দুইটি অগ্নিনির্বাপণকারী গাড়ি ঘটনাস্থলে গিয়ে সোয়া দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, বিএনপি-জামায়াতের ডাকা আগামীকাল থেকে টানা তিন দিনের অবরোধের আগের রাতে চট্টগ্রাম নগরীতে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।