সাবেক দুদক কর্মকর্তা শহিদুল্লাহ ও কায়সার আনোয়ারকে আসামি করে আদালতে মিথ্যা মামলা করায় বাদীসহ চারজনের বিরুদ্ধে আদালতের স্বপ্রণোদিত মামলা দায়ের।
সোমবার (৩০ অক্টোবর) বাদী রনি আক্তার তানিয়ার দায়ের করা মামলা প্রত্যাহারের দরখাস্ত ও প্রদত্ত জবানবন্দির প্রেক্ষিতে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত বিষয়টি আমলে নিয়ে মামলাটি প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন। সেইসাথে আদালত স্বপ্রণোদিতভাবে বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় সংশ্লিষ্ট আমলি আদালত কর্তৃক মামলা দায়েরের আদেশ প্রদান করেছেন। পূর্বকোণকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল কালাম আজাদ।
তিনি জানান, গত ২৯শে আগস্ট চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রনি আক্তার তানিয়া গৃহপরিচারিকার বেতন না দিয়ে মারধরের অভিযোগে মামলা আনয়ন করেন। পরবর্তীতে অভিযোগকারী গত ১৬ অক্টোবর উক্ত মামলা প্রত্যাহারের আবেদন করেন ও এস. এম. আসাদুজ্জামান, মো. লিটন ও মো. জসিম কর্তৃক প্ররোচিত হয়ে এ মিথ্যা মামলা দায়ের করেন মর্মে দরখাস্ত প্রদানকরত জবানবন্দি প্রদান করেন।
মামলা প্রত্যাহারের দরখাস্ত বিষয়ে আজ আদেশ প্রদানের ধার্য তারিখে আদালত প্রত্যাহারের দরখাস্ত মঞ্জুর করেন। একই সাথে মিথ্যা মামলা দায়ের করায় এ মামলার অভিযোগকারীসহ জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আমলি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতে মামলা দায়েরের নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বরাবর নথি প্রেরণ করেন। আদেশের প্রেক্ষিতে সংশ্লিষ্ট আমলি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে মামলা রুজু হয়। পরবর্তীতে আদালত এ সংক্রান্ত পূর্ণাঙ্গ তদন্তপূর্বক আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ প্রদান করেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ