চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

চট্টগ্রামে ময়লার স্তূপ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর, ২০২৩ | ৬:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর দক্ষিণ হালিশহরস্থ মাইট্টাল্লে খাল পাড়ে ময়লার স্তূপ থেকে আছর আলী (৭২) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আছর আলী গাইবান্ধা জেলার শাখহাট থানা এলাকার মৃত কামাল শেখের ছেলে। সে ভিক্ষা করে চলত বলে জানিয়েছে পুলিশ।

 

আজ সোমবার (৩০ অক্টোবর) সকাল ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

 

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসাইন পূর্বকোণকে বলেন, খালের পাশ থেকে আছর আলী নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। বৃদ্ধ আছর আলী ভিক্ষা করে চলত। গত ২৬ তারিখ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সে মৃগী রোগী ছিল বলে ধরণা করা হচ্ছে।  এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হচ্ছে।

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট