চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

কর্ণফুলী নদীতে মিলল অজ্ঞাতনামা নারীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর, ২০২৩ | ৫:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে আনুমানিক ৩২ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ-থানা পুলিশ।

 

শনিবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কর্ণফুলী থানাধীন চর পাথরঘাটা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড এলাকায় পোর্টল্যান্ড জেটি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

সদরঘাট নৌ পুলিশের উপ পরিদর্শক (এসআই) সঞ্জিব কুমার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ। শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তবে গলায় এবং কোমড়ে তাবিজ রয়েছে। এখনও পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট