বাংলাদেশের একমাত্র প্রিভিলাইজ কোম্পানি পি-কার্ডের সাথে নিত্যদিনের সুবিধাসেবা সংক্রান্ত কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে আইআইইউসি ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ইলা)। বুধবার (২৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
পি-কার্ডের সহ-প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা নিশি এবং আইআইইউসি ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ইলা) পক্ষে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হোসেন নয়ন চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি সাক্ষর অনুষ্ঠানে পি-কার্ডের পক্ষে প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জয়েন্ত সেন গুপ্ত, চীফ অপারেটিং অফিসার গৌতম সেন এবং আইআইইউসি ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ইলা) পক্ষে থেকে সভাপতি অ্যাডভোকেট মো. মাহাবুবুল হাসান (আনু), অ্যাড. এনামুল হোসাইন, অ্যাড. ফখরুল ইসলাম, অ্যাড. ইউসুফ আলম মাসুদ, অ্যাড. মুজাহিদুল ইসলাম, অ্যাড. তানজিরুল মোস্তফা নিরু, অ্যাড. কাইয়ুম সাকিব, অ্যাড. আমিনুল ইসলাম, অ্যাড. মহি উদ্দিন, অ্যাড. মোশাররফ হোসেন, অ্যাড. ফয়সাল আমিন উপস্থিত ছিলেন।
এই চুক্তির ফলে আইআইইউসি ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ইলা)র সকল সদস্য বিশেষ সুবিধা ভোগ করবেন পি-কার্ডের মাধ্যমে।
পূর্বকোণ/আরআর/পারভেজ