চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় ১১৪ স্কুলে আশ্রয়কেন্দ্র চসিকের

নিজস্ব প্রতিবেদক

২৪ অক্টোবর, ২০২৩ | ১১:২৬ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় ১১৪টি স্কুলকে আশ্রয়কেন্দ্রে হিসেবে ব্যবহার করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। চসিকের ৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানসহ ১১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘূর্ণিঝড়ে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রস্তুতি নিয়েছে চসিক।

 

জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে দামপাড়ার চসিকের বিদ্যুৎ বিভাগে চালু করা হয়েছে জরুরি কন্ট্রোল রুম। দুর্যোগ না কাটা পর্যন্ত এ কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা জনগণের সেবা দেয়া হবে। কন্ট্রোল রুমের নাম্বর ০২৩৩৩৩৫৩৬৪৯

 

মঙ্গলবার (২৪ অক্টোবর) দামপাড়া চসিকের বিদ্যুৎ উপ-বিভাগের কার্যালয়ে এক জরুরি সভায় প্রবল ঘূর্ণিঝড় হামুনের ক্ষয়ক্ষতি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা জনগণকে দ্রুত নিকটস্থ আশ্রয়কেন্দ্রে নেয়ার আহ্বান জানিয়েছেন মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

 

এছাড়াও মেয়র ওয়ার্ড কাউন্সিলরদের নিজ-নিজ ওয়ার্ডের ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানরত জনসাধারণকে আশ্রয়কেন্দ্রে নেয়ার বিষয়টি আন্তরিকতার সাথে তদারক করার আহ্বান জানান। দুপুর থেকে সিটি মেয়রের নির্দেশে রেড ক্রিসেন্টের সহযোগিতায় চসিকের কর্মীরা উপকূলীয় ওয়ার্ডগুলোতে মাইকিং শুরু করে। সিটি কর্পোরেশন হতে দুর্গতদের জন্য ত্রাণের ব্যবস্থা করা হয়েছে।

 

সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামসহ চসিকের বিভাগীয় ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন। চসিক ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের নেতৃত্বে কাজ করছে রেসকিউ টিম।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট