চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সড়ক বিভাজকে ধাক্কা লেগে বায়েজিদে কার চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২৪ অক্টোবর, ২০২৩ | ৮:২১ অপরাহ্ণ

বায়েজিদ লিংক রোডে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে মো. সোহেল নামে এক প্রাইভেট কার চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর ৬টার দিকে বায়েজিদ লিংক রোডের ফৌজদারহাট অংশের সুপারি বাগান নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সোহেল সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল এলাকার মোহাম্মদ তৌহিদুল ইসলামের ছেলে।

 

আকবর শাহ থানার উপ পরিদর্শক (এসআই) শাহেদ আলম জানান,বায়েজিদ লিংক রোড হয়ে সিটি গেইটের দিকে যাচ্ছিল গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর ওঠে গাড়ি উল্টে যায়। এতে সোহেল মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যাযন। পরে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট