চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

নবজাতককে সড়কে ফেলে গেলেন মা, উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক

২৪ অক্টোবর, ২০২৩ | ৩:২১ অপরাহ্ণ

চট্টগ্রামের বন্দর এলাকায় ফুটপাত থেকে নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ আগস্ট) সকালে বন্দর এলাকার বন্দর অফিসার্স আবাসিক কলোনির সামনে থেকে ওই নবজাতকে উদ্ধার করে পুলিশ। তাকে উদ্ধার করা এএসআই মিরাজ উদ্দিন বলেন, ফুটপাত থেকে উদ্ধার করা মেয়ে নবজাতকের বয়স একদিন। ভূমিষ্ঠ হওয়ার পর তাকে ফেলে দেওয়া হয়েছে। পরে ওই নবজাতকের মাসহ দুইজনকে আটক হয়। বর্তমানে নবজাতকটিকে পুলিশের তত্ত্বাবধানে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা। তিনি বলেন, ফুটপাত থেকে উদ্ধার করা শিশুটি সুস্থ আছে। হাসপাতালে নিয়ে তাকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। খোঁজ নিয়ে পুলিশ জানতে পারি শিশুটির মা ও মামা মিলে তাকে সেখানে ফেলে যায়। এই ঘটনায় ওই নারী ও তার ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য ইপিজেড এলাকা থেকে হেফাজতে নেয় পুলিশ। ওই নারীটি অসুস্থ থাকায় তাকেও হাসপাতালে নেওয়া হয়।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট