শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, মানুষ কে মানুষ হিসেবে বিবেচনা করতে হবে। সৃষ্টিতত্ত্বে মানুষে মানুষে কোন পার্থক্য নেই। তাই সাম্প্রদায়িকতার বিষ বাস্প ছড়িয়ে যারা এদেশের উন্নয়ন অগ্রযাত্রা থামিয়ে দিতে চাই তাদের চিহ্নিত করে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। আর তাদের দেশ ও জাতির শত্রু হিসেবে বিবেচনায় আনতে হবে।
শুক্রবার (২০ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের ব্যবস্থাপনায় উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘ব্রিটিশ বিরোধী আন্দোলন, ৫২-র ভাষা আন্দোলন, ৭১-র মুক্তিযুদ্ধের বাঙালি হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।
আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন বাচ্চু,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বাবু চন্দন ধর, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু।
উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপুসহ মহানগর, থানা-ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পূর্বকোণ/এসি