চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কর্ণফুলীর তীরে মিলল অজ্ঞাতনামা লাশ

নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর, ২০২৩ | ১২:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার কালুরঘাট এলাকার কর্ণফুলী নদীর তীরে মিলল অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩৫) লাশ।

সোমবার (২৩ অক্টোবর) সকাল ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুপুর সাড়ে বারোটায় সেতুর পশ্চিম পারে ফেরির দক্ষিণ পাশ থেকে লাশটি উদ্ধার করেছে কালুরঘাট ফাঁড়ির পুলিশ। তবে এখনও লাশের কোন পরিচয় পাওয়া যায় নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কালুরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হৃদয় মাহমুদ লিটন।

পুলিশ জানায়, খবর পেয়ে কর্ণফুলী নদীর কালুরঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরনে কালো প্যান্ট, গায়ে হলুদ রঙের শার্ট ও মুখে কালো দাড়ি আছে।

কালুরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ হৃদয় মাহমুদ লিটন বলেন, ‘লাশের সুরতহাল শেষে যতটুকু জানা যায় ব্যক্তিটি সনাতন ধর্মাবলম্বী। নিহতের গায়ে কোথাও কোনো আঘাতে চিহ্ন নেই। তবে এটি হত্যা কিনা তা আপাতত বলতে পারছি না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছি। রিপোর্ট পেলে বাকিটা বলা যাবে।’

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট