চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে সৎ বাবার যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০২৩ | ৯:৩১ অপরাহ্ণ

কিশোরীকে ধর্ষণে অন্তঃসত্ত্বার ঘটনায় চট্টগ্রামে সৎ বাবা মো. মজিদকে (৪৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার (২২ অক্টোবর) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় ঘোষণা করেন।

 

মজিদ কুমিল্লার চৌদ্দগ্রাম থানার গুলপাশা ইউনিয়নের সাবুকপাড়ার বাসিন্দা।

 

ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এমএ নাসের বলেন, সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। রায়ের পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

 

নগরীর সদরঘাট থানা এলাকায় সৎ বাবা ও মায়ের সঙ্গে বসবাস করতো কিশোরী মেয়ে। তার মা অন্যের বাসায় কাজ করেন। সৎ বাবা পেশায় একজন গাড়িচালক। সৎ বাবা ভুক্তভোগী কিশোরীকে প্রায়ই খারাপ প্রস্তাব দিত। ২০১৭ সালের ৯ ডিসেম্বর সকালে মা কাজে বের হলে সৎ বাবা মেয়েকে ধর্ষণ করে এবং এ বিষয়ে মুখ খুললে কিশোরী ও তার মাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। এভাবে সৎ বাবা প্রায়ই তাকে ধর্ষণ করত। এতে ভুক্তভোগী কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় কিশোরী বাদী হয়ে ২০১৮ সালের ২ জুন সদরঘাট থানায় মামলা করে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট