সোডা অ্যাশের ঘোষণায় ঘন চিনি, গুঁড়া দুধ, স্যাকারিন ও সাইট্রিক অ্যাসিড আনা ৩ কনটেইনারের একটি চালান আটক করেছে চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তারা। মিথ্যা ঘোষণার এ চালানে প্রায় এক কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা হয়েছে বলে শুক্রবার (২০ অক্টোবর) চট্টগ্রাম কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার (এআইআর) মো. সাইফুল হক এই তথ্য নিশ্চিত করেছেন ।
কাস্টমস সূত্র জানায়, চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকার আমদানিকারক মেসার্স আরাফাত ট্রেডিং গত ২৭ সেপ্টেম্বর চীন থেকে চালানটি আমদানি করে। এরপর কনটেইনারগুলো খালাসের জন্য নগরের ইপিজেড থানা এলাকার বেসরকারি কিউএনএস কনটেইনার সার্ভিসেস লিমিটেড ডিপোতে নিয়ে যাওয়া হয়। চালানটিতে আগে থেকে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির তথ্য পেয়েছিল কাস্টমস কর্মকর্তারা। এ কারণে চালানটির ওপর নজরদারি চালানো হয়। বিষয়টি আঁচ করতে পারে আমদানিকারক প্রতিষ্ঠান। এ কারণে তারা খালাসের জন্য কোনো বিল অব এন্ট্রি দাখিল করেননি। শেষে গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) চালানে থাকা ৩টি কনটেইনার শতভাগ কায়িক পরীক্ষা করে কাস্টমস হাউসের এআইআর শাখার কর্মকর্তারা। কায়িক পরীক্ষায় ৪০ বস্তায় সোডা অ্যাশ লাইট পাওয়া যায় মাত্র এক টন। এছাড়া ৬০ টন বিভিন্ন ফুড গ্রেডের পণ্য পাওয়া যায়। এর মধ্যে রয়েছে ঘন চিনি, গুঁড়া দুধ, স্যাকারিন ও সাইট্রিক অ্যাসিড।
এ ঘটনায় জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে বলে জানান এই কাস্টমস হাউসের কর্মকর্তা।
পূর্বকোণ/আরআর/পারভেজ