চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

নিখোঁজের ১৩ দিন পর

চট্টগ্রামের ব্যবসায়ীকে ভোমরা থেকে উদ্ধার

অনলাইন ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রামের এক ব্যবসায়ীকে নিখোঁজের ১৩ দিন পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে তাকে উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় মহসিন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ব্যবসায়ীর স্ত্রীর দাবি, তার স্বামীকে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে।

 

ভুক্তভোগী ব্যবসায়ীর নাম সাউদ সাদাত (৪৮)। তিনি চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদ এলাকার সামছুল আলমের ছেলে।

 

ব্যবসায়ীর স্ত্রী ফারহানা রেজার বলেন, ‘গত ১ সেপ্টেম্বর (শুক্রবার) তার স্বামীসহ তিনজন ব্যবসার কাজে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের উদ্দেশে বাড়ি থেকে রওনা হন। ভোমরায় আসার পর ভোমরা স্থলবন্দরের সাধারণ সম্পাদক মাকসুদ খানের সঙ্গে থাকা অপর দু’জন ব্যবসায়ীকে চলে যেতে বলেন এবং তার ব্যবহৃত ফোনটি নিয়ে নেন। পরে তার স্বামী অন্য একটি নম্বর থেকে স্ত্রী ফারহানা রেজাকে জানান, তাকে ভোমরায় একটি বাড়িতে আটকে রাখা হয়েছে।’

 

অন্যদিকে অভিযুক্ত এএসএম মাকসুদ খান বলেন, ‘চট্টগ্রামের ওই ব্যবসায়ীর কাছে তিনি ৫০ লাখ টাকা পান। তার সঙ্গে চার মাস ধরে ব্যবসা চলছিল। লেনদেনও ভালো ছিল। হঠাৎ কোরবানি ঈদের ১০ দিন আগে তার কাছ থেকে এক কোটি ২৩ লাখ টাকার শুকনা মরিচ, রসুন ও পেঁয়াজ নিয়ে আর টাকা দেননি। এ বিষয়ে চট্টগ্রামের হাটহাজারি থানা ও সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে।’

 

তাকে আটকে রাখার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ‘আমার ম্যানেজারের সঙ্গে এক সঙ্গে এক রুমে থাকত, খাওয়া-দাওয়া করত। ১৭ সেপ্টেম্বর রোববার তার পাওনা ৫০ লাখ টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু সেটা যাতে না দিতে হয় সে জন্য তিনি এই অপহরণের নাটক তৈরি করেছেন।’

 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, এক ব্যক্তিকে ভোমরায় আটকে রাখা হয়েছে। তাকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। রাতে সবার কথা শুনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট