চট্টগ্রাম মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

৫০০ অটোটেম্পু বাতিলের সুপারিশ প্রত্যাহার করে রুট পারমিট প্রদানের দাবি

বিজ্ঞপ্তি

২১ আগস্ট, ২০২৩ | ১০:৩৯ অপরাহ্ণ

চট্রগ্রাম মেট্রো আর টি সি কতৃক রিভিউ কমিটির সভায় ৫০০ অটোটেম্পু বাতিলের সুপারিশ প্রত্যাহার করে রুট পারমিট প্রদানের দাবি জানিয়েছেন  অটোটেম্পু মালিকরা। সোমবার (২১ আগস্ট) নগরীর নতুন ব্রিজ এলাকায় সংগঠনের কার্যালয়ে চট্টগ্রাম ডিজেল চালিত ত্রি-হুইলার  অটোটেম্পু মালিক সমিতির মতবিনিময় সভায় এই দাবি জানানো হয়। 

ডিজেল চালিত ত্রি হুইলার  অটোটেম্পু মালিক সমিতির সভাপতি মো মহিউদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল জলিল লিটনের পরিচালনায় বক্তব্য রাখেন আবু তাহের, মো. নান্টু মিয়া,লেয়াকত আলী, শেখ মোহাম্মদ রিমন, মাহমুদু হক, ডা. সাইদুর রহমান, মো. ফারুক, জানে আলম,আষিশ বাবু, জাহাঙ্গীর আলম,করিম, প্রমুখ।

উত্ত মতবিনিময়ের বক্তারা অতিবিলম্ব এই  অটোটেম্পু বাতিল সুপারিশ প্রত্যাহার করার দাবি জানান অন্যথায় রাজপথে আন্দোলনসহ পরিবহন ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করার কথা উল্লেখ করেন। 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট