চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা ক্যাম্প

বিজ্ঞপ্তি

২৩ জুন, ২০২৩ | ৩:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে জামাল খান ওয়ার্ড এলাকায় ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জুন) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ডায়বেটিস, পুষ্টি এবং হৃদরোগাক্রান্ত ৪০০ রোগীকে এই চিকিৎসাসেবা প্রদান করা হয়। ক্যাম্পে চিকিৎসা সেবা দেন ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাগর চৌধুরী, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের মেডিকেল অফিসার ডা. তন্ময় শীল, ডা. অভিজিৎ সাহা ও প্রতিষ্ঠানের পুষ্টিবিষয়ক কনসালটেন্ট হাসিনা আকতার লিপি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ট্রোজারার নাসির উদ্দিন চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। হার্ট ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের মধ্যে অন্যতম হাসপাতাল হিসেবে রূপ দেওয়ার জন্য নিরন্তর প্রচেষ্টা অব্যাহত থাকবে। এছাড়া নাসির উদ্দিন চৌধুরী চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে ৪১টি ওয়ার্ডেই স্বাস্থ্য ক্যাম্প করার ঘোষণা দেন। ফ্রি ক্যাম্প আয়োজনে সার্বিক সহায়তায় ছিলেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন। বিজ্ঞপ্তি

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট