চট্টগ্রাম শনিবার, ১৮ মে, ২০২৪

সর্বশেষ:

শিশুকে মারধর: পুলিশ সদস্য বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

১১ জুন, ২০২৩ | ৯:২১ অপরাহ্ণ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশুকে পেটানোর ভিডিওতে ভাইরাল হওয়া সিএমপির পুলিশ সদস্য শওকতকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার স্পিনা রানী প্রামাণিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্ত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

তবে পুলিশ সদস্য শওকত শিশুটির চুরির অভ্যাস রয়েছে বলে দাবি করে বলেছেন এই ছেলেটি এর আগেও ট্রাফিক বক্স থেকে মোবাইলের চার্জার চুরি করেছে। সর্বশেষ সে একটি লাইটার চুরি করেছে।

এক শিশুকে মারধরের ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যে চট্টগ্রাম নগর পুলিশের এক সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে এক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, ভাইরাল হওয়া ভিডিও চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকার ট্রাফিক পুলিশ বক্সের পাশে একটি দোকানে। মারধরকারী পুলিশ সদস্যের নাম শওকত। তিনি নগর পুলিশের পরিবহন বিভাগের রেকার গাড়িচালক হিসেবে কর্মরত রয়েছেন। ভুক্তভোগী শিশুর নাম বাবু এবং সে দৈনিক মজুরিতে একটি দোকানে চাকরি করে বলে জানা যায়।

 

পূর্বকোণ/রাজীব/পারভজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট