চট্টগ্রাম বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

সল্টগোলা ক্রসিংয়ে তেলবাহী ট্রেনের সঙ্গে ট্রেইলারের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

৮ জুন, ২০২৩ | ১০:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামের বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং মোড়ে তেলবাহী ট্রেনের সঙ্গে ট্রেইলারের সংঘর্ষ হয়েছে। 

বৃহস্পতিবার (৮ জুন) রাত ৯টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর হাইড্রোজেন পার-অক্সাইডবাহী কনটেনারের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম মোয়াজ্জেম হোসেন লাভলু। তিনি সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি মাঝিরঘাট এলাকা মৃত আবুল মিয়ার ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার একেএম রায়হান আশরাফ হোসেন।

তিনি বলেন, ‘কেমিক্যালবাহী একটি ট্রেইলার বন্দর থেকে বের হওয়ার সময় সল্টগোলা ক্রসিং মোড় এলাকা পৌঁছলে তেলবাহী ট্রেনের সাথে সংঘর্ষ হয়। খবর পেয়ে বন্দর ও ইপিজেড ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছেছে।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট