চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

কাপ্তাই রাস্তার মাথায় ডাকাতির সরঞ্জামসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

১ জুন, ২০২৩ | ১১:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ছোরাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগ।

বুধবার (৩১ মে) দিবাগত রাতে রেলবিট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা পুলিশের উত্তর ও দক্ষিণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান। 

গ্রেপ্তাররা হলেন- মো. আবুল হোসেন (৪৫) ও মো. সালমান (২২)।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই রাস্তার মাথা রেলবিটের পাকা রাস্তা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দু’জনকে দুটি ছুরিসহ গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তার আবুল হোসেনের কাছ থেকে ১০৫টি ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে- তারাসহ ঘটনাস্থল থেকে পলাতক আসামিরা দেশীয় তৈরি অস্ত্র নিয়ে রাঙামাটিসহ বিভিন্ন স্থানে আসা পর্যটকদের আটকে ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছিল। চান্দগাঁও থানার মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট