চট্টগ্রাম রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

‘বাতিলের ঘরবসতি’র পর্দা নামছে মঙ্গলবার

চবি সংবাদদাতা

২৭ মে, ২০২৩ | ৮:৪২ অপরাহ্ণ

‘সমাজে বিদ্যমান শ্রেণি বৈষম্য ও সামাজিক অসমতা’কে উপজীব্য করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ’অঙ্গন’ এর উদ্যোগে মঞ্চায়ন হতে যাচ্ছে নাটক ‘বাতিলের ঘরবসতি’।

 

অঙ্গনের সভাপতি অধ্যাপক ড. রহমান নাসির উদ্দিনের রচনা ও দিকনির্দেশনায় নাটকের মঞ্চায়ন করা হবে আগামী মঙ্গলবার (৩০ মে)। চবি নাটক বিভাগের ৫ম প্রযোজনা এটি। বন্দর নগরী চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমিতে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে।

 

নাটক মঞ্চায়নের বিষয়ে শনিবার (২৭ মে) বিকালে সংগঠনটির সভাপতি ও চবি নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দিন বলেন, সমাজে বিদ্যমান শ্রেণিবৈষম্য ও সামাজিক অসমতা এই নাটকের উপজীব্য। সমাজে বসবাস করা নিম্নবর্ণের মানুষের জীবনধারা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই নাটকে। আমাদের সমাজে অনেক নিম্নবর্ণের মানুষ রয়েছে। তারা হতে পারে, বস্তির মানুষ, দারিদ্র্য নিপীড়িত মানুষ, পতিতা ইত্যাদি। আমাদের নাটকে বস্তির মানুষের জীবনকাহিনী ফুটে উঠেছে। যখন সমাজের উচ্চবৃত্তের চোখ বস্তির লোকদের ওপর পড়ে তখন তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট