রোটারি ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক জেলা ৩২৮২, বাংলাদেশের ২০১৯-২০ রোটাবর্ষের জন্য জেলা রোটার্যাক্টর প্রতিনিধি (ডিআরআর) নির্বাচিত হয়েছেন রোটার্যাক্টর এমএ আহাদ। শনিবার কুমিল্লার টাউনহলে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ৬ষ্ঠ রোটার্যাক্ট জেলা কনফারেন্সে প্রত্যক্ষ ভোটে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়।
৩ মে হতে শুরু হওয়া এই কনফারেন্সের উদ্বোধক ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২, বাংলাদেশ গভর্নর রোটারিয়ান দিল নাশিঁন মোহসেন। জেলার ১৪২টি ক্লাবের মধ্য হতে ১১২টি ক্লাবের সভাপতিগণ ভোট দেন। ৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন রোটার্যাক্টর এমএ আহাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোটার্যাক্টর কৃপালি চৌধুরী রাহুল পান ৫২ ভোট।
উল্লেখ্য, রোটার্যাক্টর এমএ আহাদ জেলায় ২০১৮-১৯ রোটাবর্ষে জেলা সচিব, ২০১৭-১৮ রোটাবর্ষে জেলা কোষাধ্যক্ষ দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ২০১৪-১৫ রোটাবর্ষে রোটার্যাক্ট ক্লাব অফ চিটাগাং লেক সিটির সভাপতি ছিলেন। জেলা রোটার্যাক্টর প্রতিনিধি হিসেবে আগামী ১লা জুলাই হতে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। – বিজ্ঞপ্তি