চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত, ৪০ হাজার লিটার ডিজেল ড্রেনে

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:৪২ অপরাহ্ণ

চট্টগ্রামের হালিশহর এলাকায় একটি তেলবাহী ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়ে দুইটি ওয়াগন থেকে প্রায় ৪০ হাজার লিটার ডিজেল ড্রেনে পড়ে গেছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে সাতটায় পদ্মা-মেঘনা ও যমুনা কোম্পানীর ডিপো থেকে ওয়াগনে তেল লোড করার পর ইয়ার্ডে ঢোকার সময় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গুডস পোর্ট ইয়ার্ডের সহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন আজাদ।

বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মোহাম্মদ ইমরান বলেন, ট্রেনটি উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কেন লাইনচ্যুতি হয়েছে বা কারও দোষ আছে কিনা তা তদন্ত কমিটি খতিয়ে দেখবে।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট