চট্টগ্রাম সোমবার, ২০ মে, ২০২৪

সর্বশেষ:

জন্মনিবন্ধন ইস্যুতে কাউন্সিলর অফিসে দুদকের টিম

নিজস্ব প্রতিবেদক

২৪ জানুয়ারি, ২০২৩ | ৮:৩২ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশনের পাঁচটি ওয়ার্ডের ইউজার আইডি হ্যাক করে জন্মনিবন্ধন সনদ ইস্যুর ঘটনার সত্যতা খুঁজতে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সিটি করপোরেশনের ১৩ নম্বর পাহাড়তলী  এবং ১১ দক্ষিণ কাট্টলি ওয়ার্ডে দুদক চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক ফয়সাল কাদেরের নেতৃত্বে  অভিযান চালায় দুদক। 

সহকারি পরিচালক ফয়সাল কাদের বলেন, পাঁচটি ওয়ার্ডের কাউন্সিলর অফিসের জন্মনিবন্ধন আইডি হ্যাক করে অবৈধভাবে জন্মনিবন্ধন করা হয়েছে। যা সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে আজ দুদকের একটি এনফোর্সমেন্ট টিম মাঠে নামে। এ কাজের সঙ্গে কাউন্সিলর কার্যারয়ের কোনো কর্মকর্তা জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কেন্দ্রীয়ভাবে জন্মনিবন্ধন সার্ভার বন্ধ থাকায় আমরা সার্ভারে ঢুকতে পারি নি। সেখানে ঢুকতে পারলে আমরা আরও বেশ কিছু তথ্য সংগ্রহ করতে পারতাম। তবে বেশ কিছু নথি সংগ্রহ করা হয়েছে। যা পর্যালোচনা করা হচ্ছে। এই কাজের সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনা হবে।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট