চট্টগ্রাম শুক্রবার, ১৭ মে, ২০২৪

সর্বশেষ:

দুই জাহাজের সফর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দৃশ্যমান প্রতীক: ভারতীয় হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২৩ | ৬:১৮ অপরাহ্ণ

ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ আইসিজিএস শৌর্য এবং আইসিজিএস রাজবীরের বাংলাদেশ সফর উপলক্ষে আয়োজিত একটি নৈশভোজে অংশগ্রহণ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এসময় হাই কমিশনারের সাথে উপস্থিত ছিলেন তার স্ত্রী ভানু বার্মা।

 

মঙ্গলবার (১৭ মার্চ) কোস্টগার্ড সদস্য ও চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

 

হাইকমিশনার ভার্মা চট্টগ্রামে সফররত জাহাজগুলোকে স্বাগত জানিয়ে বলেন, জাহাজের সফর আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দৃশ্যমান প্রতীক। তিনি ভারত-বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতার ক্রমবর্ধমান গতির প্রতিফলন হিসাবে ভারত থেকে ঘন ঘন জাহাজ পরিদর্শনের গুরুত্ব তুলে ধরেন। তিনি সমুদ্রের নিরাপত্তা ও নিরাপত্তায় ভারতীয় ও বাংলাদেশি কোস্টগার্ডের ভূমিকার কথাও স্বীকার করেন।

 

তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের নৌবাহিনী ও কোস্ট গার্ডের মধ্যে জাহাজের নিয়মিত ‘সফর’ যৌথ সমুদ্রে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতি অভিন্ন অঙ্গীকার পূরণ করার পাশাপাশি দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়াকে আরও শক্তিশালী করে যা ভারত ও বাংলাদেশ মৈত্রী ও সহযোগিতারই বহিঃপ্রকাশ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট