চট্টগ্রাম শুক্রবার, ১৭ মে, ২০২৪

সর্বশেষ:

পরিবেশ ছাড়পত্র ছাড়াই বহুতল ভবন, চট্টগ্রামে ৯ মালিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২৩ | ৬:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় পরিবেশ ছাড়পত্র ছাড়াই বহুতল ভবন নির্মাণ করায় নয় ভবন মালিককে ১৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

অভিযুক্ত ভবনগুলো হলো- এয়াকুব ফিউচার পার্ক এলাকার ইঞ্জিনিয়ার হাইটস্, আবু সাঈদ, ফেয়ার ভিউ অ্যাপার্টমেন্ট, এসএম ভুঁইয়া টাওয়ার, এমএস এন্টারপ্রাইজ, সাঝের মায়া, এসএম বিল্ডার্স লিমিটেড।

 

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম মহানগর পরিবেশ অধিদপ্তরের পরিচালক হিল্লোল বিশ্বাস এক আদেশে এ জরিমানা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক। তিনি বলেন, পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় এ জরিমানা করা হয়েছে। এ সময় নয়টি ভবনের প্রত্যেককে দু’লাখ টাকা করে জরিমানা করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে ট্রেজারি চালানের মাধ্যমে জরিমানার টাকা জমা দিতে বলা হয়েছে। একইসঙ্গে আদেশ পালনে ব্যর্থ হলে থানায় মামলা করার সতর্কবার্তা জানানো হয়।

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট