চট্টগ্রাম শুক্রবার, ১৭ মে, ২০২৪

বছরের প্রথমে ডেঙ্গুতে প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি, ২০২৩ | ১১:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রামে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আদনান নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। যা নতুন বছরের ডেঙ্গুতে প্রাণ যাওয়া প্রথম সংখ্যা। আদনান নগরীর আগ্রাবাদ এলাকার বাসিন্দা। গতকাল (সোমবার) চট্টগ্রাম জেলা কার্যালয় থেকে মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়।

 

জানা যায়, গত ৬ জানুয়ারি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয় শিশু আদনান। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এ শিশুর।

 

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন বছরের প্রথম ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

 

এছাড়াও এ বছরে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৩ জন। এরমধ্যে মহানগর এলাকাতেই ৩১ জন রোগী রয়েছে। বাকি ১২ জনের মধ্যে সাতকানিয়ায় ৩ জন, পটিয়ায় ১ জন, সীতাকুণ্ডে ৭ জন এবং সন্দ্বীপে ১ জন রোগী পাওয়া গেছে। উল্লেখ্য, সদ্য বিদায়ী বছরে (২০২২ সালে) চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গেছে ৫ হাজার ৪৪৫ জন। এদের মধ্যে ৪১ জনের মৃত্যু হয়েছে।

 

পূর্বকোণ/আরএ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট