চট্টগ্রাম শুক্রবার, ১৭ মে, ২০২৪

জমাটবদ্ধ পানি : ২ ভবন মালিককে জরিমানা

১ নভেম্বর, ২০২২ | ১০:৩৯ অপরাহ্ণ

মশার বংশবিস্তার রোধে অভিযানে ভবনে জমাটবদ্ধ পানি থাকায় ২ বাড়িওয়ালাকে সাত হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১ নভেম্বর) হালিশহর হাউজিং এস্টেট (এইচ ব্লক) এলাকায় অভিযান চালিয়ে দুই নির্মাণাধীন ভবনের মালিককে জরিমানা করেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধে মঙ্গলবার হালিশহর হাউজিং এস্টেট এলাকার বিভিন্ন বাসাবাড়ির ছাদবাগান ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। এ সময় দুটি নির্মাণাধীন ভবনে এডিস মশার বংশ বিস্তারে উপযোগী জমাট পানির উৎস পাওয়ায় ভবন মালিকদের জরিমানা করা হয়। এডিস মশার বংশবিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালিত হবে বলে জানান তিনি।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট